image-2_69054ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান নির্বাচিত হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. সিদ্দিকুর রহমান মিয়া। শুক্রবার বিকেলে রাজধানীর এক হোটেলে বার্ষিক সাধারণ সভায় পরিচালকদের সম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
বৃহস্পতিবার রাতে ডিএসই’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাত জন স্বতন্ত্র ও চার জন শেয়ারহোল্ডার পরিচালক অনুমোদন দেয়া হয়। এর আগে ওই সাত জন স্বতন্ত্র পরিচালকের নামে চূড়ান্ত অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এর আগে মঙ্গলবার ডিএসই’র শেয়ারধারী পরিচালক নির্বাচনে চার জন শেয়ারধারী পরিচালক নির্বাচিত হন। শেয়ারধারী পরিচালকেরা হলেন-শাকিল রিজভী, খাজা গোলাম রসুল, মোহাম্মদ শাহজাহান ও শরীফ আনোয়ার হোসেন।
ডিএসই সূত্রে জানা গেছে, ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে মোট ১৩ জন সদস্য থাকবেন। এর মধ্যে সাত জন স্বতন্ত্র পরিচালক। এছাড়া চার জন শেয়ারধারী বিনিয়োগকারী, একজন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ও একজন ব্যবস্থাপনা পরিচালক।