
প্রথম ম্যাচ হারলেও বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আজকের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন, সব কিছু ভুলে আমরা জিততে চাই। বিশ্বকাপের আগে এই ম্যাচটি যে বাংলাদেশের কাছে অন্যরকম গুরুত্ব পাচ্ছে তা স্পষ্ট বোঝা গেল বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফির কথায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই আমাদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। আমাদের এটা কাজে লাগাতে হবে। শ্রীলঙ্কাকে হারানোর সামর্থ্য আমাদের আছে।
এই লড়াইয়ে স্বাগতিকদের জিততে হলে তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারাকে সামলাতে হবে সবার আগে। গত ম্যাচে তেমন কিছু করতে না পারায় এই দুই ‘মহারথী’ আজ মুখিয়ে থাকবে তাতে সন্দেহ নেই। আর শ্রীলঙ্কা চাইবে তামিম ইকবাল, শামসুর রহমান, এনামুল ও সাকিবকে বড় ইনিংস খেলা থেকে বিরত রাখতে, মাশরাফিকে দেখে খেলতে।