bd flagবাংলাদেশ ঘুরে দাঁড়াতে চায়। শ্রীলঙ্কা দাঁড়িয়ে থাকতে চায়, জয়ের পথে। আর তাই জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজও পাওয়া যাচ্ছে লড়াইয়ের ঘ্রাণ। দুই দেশের ড্রেসিংরুমে কেমন একটা যুদ্ধ-যুদ্ধ ভাব। সাঙ্গাকারাকে অনুশীলনে দেখা গেল মনযোগী শিষ্য। মালিঙ্গা বেশ কিছুক্ষণ নেটে বল করলেন, মনে হল দৃষ্টি তার তীক্ষ্ণ। বাংলাদেশের আগের দিনের ‘পরাজিত নায়ক’ এনামুলকে অবশ্য দেখা গেল নির্ভার সৈনিকের মতো। সাকিব আল হাসান অনুশীলনে এসে বেশি কথা না বাড়িয়ে ব্যাট হাতে তুলে নিলেন। আজকের ম্যাচে অভিষেক হতে পারে মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমানের।
প্রথম ম্যাচ হারলেও বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আজকের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন, সব কিছু ভুলে আমরা জিততে চাই। বিশ্বকাপের আগে এই ম্যাচটি যে বাংলাদেশের কাছে অন্যরকম গুরুত্ব পাচ্ছে তা স্পষ্ট বোঝা গেল বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফির কথায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই আমাদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। আমাদের এটা কাজে লাগাতে হবে। শ্রীলঙ্কাকে হারানোর সামর্থ্য আমাদের আছে।
এই লড়াইয়ে স্বাগতিকদের জিততে হলে তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারাকে সামলাতে হবে সবার আগে। গত ম্যাচে তেমন কিছু করতে না পারায় এই দুই ‘মহারথী’ আজ মুখিয়ে থাকবে তাতে সন্দেহ নেই। আর শ্রীলঙ্কা চাইবে তামিম ইকবাল, শামসুর রহমান, এনামুল ও সাকিবকে বড় ইনিংস খেলা থেকে বিরত রাখতে, মাশরাফিকে দেখে খেলতে।