
টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক এসএম আনোয়ারুল করীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও তদন্ত কমিটির প্রধান শাহনেওয়াজ দিলরুবা খান শুক্রবার সকাল ৯টায় তার বরখাস্তের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
কিশোর উন্নয়ন কেন্দ্রের ভেতরে মঙ্গলবার রাতে ২০ কিশোর ব্লেড দিয়ে নিজেদের দেহ ক্ষতবিক্ষত করে আত্মহত্যার চেষ্টা করে। হানিফ নামে এক কিশোরের কফ সিরাপ সেবন করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান শাহনেওয়াজ দিলরুবা খান জানান, মঙ্গলবার রাতে ওই কেন্দ্রে ২০ কিশোর ব্লেড দিয়ে নিজেদের দেহ ক্ষতবিক্ষত করে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় আনোয়ারুল করীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।