সিলেট: জিএসপি সুবিধা নিয়ে আমেরিকা যা করছে তা ভুল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আমেরিকার এই অবস্থানের জন্য তিনি বিএনপির প্ররোচনাকেও দায়ী করেন।
শুক্রবার বেলা ১১টায় সিলেটের কুমারগাঁওয়ে বেসরকারি শাহজাহান উল্লাহ জেনারেশন পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুহিত এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, “এই সরকার বৈধ সরকার। পাঁচ বছরের জন্য সরকার নির্বাচিত হয়েছে। মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই।” এ সময় তিনি আমেরিকা-বৃটেনকে মধ্যবর্তী নির্বাচন নিয়ে ওকালতি না করার আহ্বান জানান।
এ বছর বাজেটের আকার কেমন হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আড়াই হাজার কোটি টাকার মতো।
বেলা আড়াইটায় অর্থমন্ত্রী সিলেট শ্রীহট্ট কলেজের মাঠে ‘শ্রুতি’ আয়োজিত পিঠা উৎসবে যোগ দেবেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, জিএসপি সুবিধা বাংলাদেশের জন্য কিছুই নয়। তবে তিনি এই সুবিধা ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।