আমেরিকার মিসিসিপি অঙ্গরাজ্যের একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাটি খুড়তে গিয়ে এক হাজারের বেশি মানব কঙ্কালের সন্ধান পাওয়া গেছে। ক্যাম্পাসে একটি নতুন পার্কিং লট তৈরির জন্য খনন কাজ করতে গেলে কঙ্কালগুলো বেরিয়ে আসে। এ ঘটনার পর কর্তৃপক্ষ সেখানে খনন কাজ স্থগিত করতে বাধ্য হয়েছে।
ধারণা করা হচ্ছে- ১০০ বছর আগে আশ্রয়প্রার্থী মানসিক রোগীদের কঙ্কাল এগুলো।
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জ্যাক মাজুরাক জানান, বিশ্ববিদ্যালয়ের এ ক্যাম্পাসটি ১৮৫৫ সাল থেকে ১৯৩৫ সাল পর্যন্ত পাগলাগারদ হিসেবে ব্যবহৃত হয়েছে। সেখানে মানুষের কঙ্কাল বা মরদেহ পাওয়া অপ্রত্যাশিত কিছু নয়।
মাজুরাক আরও জানান, ২০১২ সালে একটি রাস্তা বাড়ানোর কাজের সময়ও এ ধরনের কবরের সন্ধান পাওয়া গিয়েছিল।-আইআরআইবি