11029_manikgonj
চলন্ত বাসে ধর্ষণ: চালক ও হেলপারের যাবজ্জীবন

বহুল আলোচিত মানিকগঞ্জে চলন্তবাসে গার্মেন্টসকর্মী ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলার দুই আসামি শুভযাত্রা পরিবহনের চালক দিপু মিয়া ও হেলপার আবুল কাসেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মানিকগঞ্জের আদালত। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। গত বছরের ২৪শে জানুয়ারি ঢাকা-আরিচা মহাসড়কে শুভযাত্রা পরিবহনের বাসে এই ধর্ষণের ঘটনা ঘটে। সাভারের কর্মস্থল থেকে গ্রামের বাড়ি রাজবাড়ি যাওয়ার পথে চলন্তবাসে ঐ গার্মেন্টসকর্মী ধর্ষণের ঘটনায় বাসের চালক ও হেলপারকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। আদালত মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করলো।