গাজীপুর, ১২ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গীবাদকে আমরা কঠোর হস্তে দমন করেছি। সন্ত্রাস ও জঙ্গীবাদ বাংলাদেশে প্রশ্রয় পাবে না। বুধবার গাজীপুরের শফীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৪তম জাতীয় সমাবেশের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে যাতে কোনোভাবেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। তাদের পাশাপাশি দেশের জনগণকেও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের মাটিকে কোনোভাবেই জঙ্গীবাদের লীলাক্ষেত্র হতে দেয়া হবে না। প্রধানমন্ত্রী সাহস নিয়ে দায়িত্ব পালন করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানান। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে পৌঁছেন। এ উপলক্ষ্যে সফিপুরকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রধানমন্ত্রী প্রথমে ইয়াদ আলী প্যারেড রাউন্ডে আনসার সদস্যদের কুচকাওয়াচ ও সালাম গ্রহণ করেন। এরপর প্রধান অতিথির ভাষণ দেন তিনি। ১৯৮০ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনী গঠন করা হয়। এরপর থেকে প্রতিবছর এ দিনে বাহিনীটির সমাবেশ অনুষ্ঠিত হয়