ঢাকা, ১২ ফেব্রুয়ারি: আগামী আইপিএল মৌসুমের জন্য বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসানকে দুই কোটি ৮০ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। বুধবার সকালে ব্যাঙ্গালুরুর আইটিসি গার্ডেনিয়া হেটেলে অনুষ্ঠিত নিলামে তাকে কিনে নেয় শাহরুখ খানের দলটি।
এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে সাকিবের বেস প্রাইস ধরা হয়েছিল ১ কোটি রুপি। দিল্লি ডেয়ার ডেভিলস ও নাইট রাইডার্সের মধ্যে দর কষাকষিতে শেষ পর্যন্ত ২ কোটি ৮০ লাখ রুপিতে গিয়ে ঠেকে। সর্বশেষ নাইড রাইডার্স ২ কোটি ৮০ লাখ রুপি দাম বললে দিল্লি আর না এগোনোতে পুরানো দলেই থেকে যান সাকিব।
এদিকে এ বছর আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় সাত বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন, এনামুল হক ও নাসির হোসেন। এরই মধ্যে ক্রিকেটারদের সর্বনিম্ন মূল্যও বেঁধে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। ৩০ লক্ষ থেকে শুরু করে ২ কোটি রুপি পর্যন্ত ধরা হয়েছে ক্রিকেটারদের বেজ প্রাইস বা সর্বনিম্নমূল্য।
বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি বেজ প্রইস পেয়েছেন সাকিব। সর্বনিম্ন ১ কোটি রুপি থেকে সাকিবের জন্য দর হাঁকাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তামিমের বেজ প্রাইস ধরা হয়েছে ৫০ লক্ষ রুপি। আর মাহমুদুল্লাহ ও সোহাগ গাজীর বেজ প্রাইজ ৩০ লক্ষ রুপি।
আইপিএল-৭ মৌসুমে ক্রিকেটার ধরে রাখার শেষ দিনে কলকাতা নাইট রাইডার্স যখন সাকিবকে ছেড়ে দেয় তখন হতাশ হয়েছিল টাইগার ভক্তরা। কারণ, ফর্মহীন গৌতম গাম্ভীর ও সুনীল নারাইনকে ছেড়ে বাকি সবাইকে ছেড়ে দিয়েছিল দলটি। তবে নিলামে সাকিবকে ফের কিনে নিয়ে সেই হতাশায় কিছুটা প্রলেপ দিল কলকাতা নাইট রাইডার্স।
এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে সাকিবের বেস প্রাইস ধরা হয়েছিল ১ কোটি রুপি। দিল্লি ডেয়ার ডেভিলস ও নাইট রাইডার্সের মধ্যে দর কষাকষিতে শেষ পর্যন্ত ২ কোটি ৮০ লাখ রুপিতে গিয়ে ঠেকে। সর্বশেষ নাইড রাইডার্স ২ কোটি ৮০ লাখ রুপি দাম বললে দিল্লি আর না এগোনোতে পুরানো দলেই থেকে যান সাকিব।
এদিকে এ বছর আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় সাত বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন, এনামুল হক ও নাসির হোসেন। এরই মধ্যে ক্রিকেটারদের সর্বনিম্ন মূল্যও বেঁধে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। ৩০ লক্ষ থেকে শুরু করে ২ কোটি রুপি পর্যন্ত ধরা হয়েছে ক্রিকেটারদের বেজ প্রাইস বা সর্বনিম্নমূল্য।
বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি বেজ প্রইস পেয়েছেন সাকিব। সর্বনিম্ন ১ কোটি রুপি থেকে সাকিবের জন্য দর হাঁকাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তামিমের বেজ প্রাইস ধরা হয়েছে ৫০ লক্ষ রুপি। আর মাহমুদুল্লাহ ও সোহাগ গাজীর বেজ প্রাইজ ৩০ লক্ষ রুপি।
আইপিএল-৭ মৌসুমে ক্রিকেটার ধরে রাখার শেষ দিনে কলকাতা নাইট রাইডার্স যখন সাকিবকে ছেড়ে দেয় তখন হতাশ হয়েছিল টাইগার ভক্তরা। কারণ, ফর্মহীন গৌতম গাম্ভীর ও সুনীল নারাইনকে ছেড়ে বাকি সবাইকে ছেড়ে দিয়েছিল দলটি। তবে নিলামে সাকিবকে ফের কিনে নিয়ে সেই হতাশায় কিছুটা প্রলেপ দিল কলকাতা নাইট রাইডার্স।