বেশ কিছুদিন ধরেই শরীর ভালো যাচ্ছে না বলিউড তারকা ক্যাটরিনা কাইফের। শুটিং চলাকালীন সময়ে ঝিমিয়ে পড়ছিলেন। বেশ কয়েকবার ডাক্তারও দেখিয়েছেন। শেষমেশ লন্ডনে গেলেন মেডিকল চেকআপের জন্য।
জানা গেছে, ২০০৯ সালে ক্যাটের সামান্য একটি অপারেশন হয়েছিল। আর তারপর থেকেই হিমোগ্লোবিনের সমস্যায় ভুগছেন তিনি। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় নাকি এখন তাকে নানারকম শারীরিক সমস্যায় ভুগতে হচ্ছে।
এদিকে, অসুস্থ শরীর নিয়েই কাশ্মির, হিমাচলে হৃত্বিকের সঙ্গে ‘ব্যাং ব্যাং’ শুটিং করছিলেন ক্যাট। কিন্তু হঠাৎ তিনি লন্ডনে যাওয়ায় কিছুটা চিন্তিত শুটিং টিম। কারণ এর আগে হৃত্বিকের অসুস্থতা এবং স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের জন্য বেশ কিছুদিন ধরে আটকে ছিল এই ছবির কাজ। এখন ক্যাটরিনা অসুস্থ হওয়ায় আবার শুটিং পিছিয়ে পড়বে কি না তা নিয়ে দ্বিধায় দুলছে পুরো ইউনিট।