মেক্সিকে ভারাক্রুজ রাজ্য থেকে গত সপ্তাহে অপহৃত এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে। তার সাথে আরো দু’টি লাশ উদ্ধার করা হয়। তাদেরকে একটি গোপন স্থানে মাটির গর্তে চাপা দিয়ে রাখা হয়েছিল।
মঙ্গলবার ভারাক্রুজের অপরাধ তদন্ত সংস্থার প্রধান ইনোক মালদোনাদো জানান, মেঙ্কোর পূর্বাঞ্চলীয় এ রাজ্যের চোয়াপাস পৌরসভা এলাকা থেকে গ্রিগোরিও জিমনাজ ডি লা ক্রুজ নামের এই সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ মামলায় ইতোমধ্যে চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ভারাক্রুজ হচ্ছে মেঙ্কোর মাদক সংক্রান্ত সহিংসতাপূর্ণ রাজ্যগুলোর মধ্যে অন্যতম।
জিমনাজ তারাক্রুজের দক্ষিণাঞ্চল থেকে প্রকাশিত দৈনিক নোটিসুরের প্রতিবেদক ছিলেন। এছাড়া তিনি স্থানীয় সংবাদপত্র লিবারেল ডেলসুরের জন্যও লিখতেন।
গত ৫ ফেব্রুয়ারি স্কুলে তার বাচ্চাকে নামিয়ে দেয়ার পর পরই তিনি অপহৃত হন।
জাতীয় মানবাধিকার কমিশন জানায, ২০০০ সাল থেকে মেঙ্কোতে কমপক্ষে ৮৬ জন সাংবাদিক নিহত এবং ২০ জনের বেশি নিখোঁজ হন।
মঙ্গলবার ভারাক্রুজের অপরাধ তদন্ত সংস্থার প্রধান ইনোক মালদোনাদো জানান, মেঙ্কোর পূর্বাঞ্চলীয় এ রাজ্যের চোয়াপাস পৌরসভা এলাকা থেকে গ্রিগোরিও জিমনাজ ডি লা ক্রুজ নামের এই সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ মামলায় ইতোমধ্যে চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ভারাক্রুজ হচ্ছে মেঙ্কোর মাদক সংক্রান্ত সহিংসতাপূর্ণ রাজ্যগুলোর মধ্যে অন্যতম।
জিমনাজ তারাক্রুজের দক্ষিণাঞ্চল থেকে প্রকাশিত দৈনিক নোটিসুরের প্রতিবেদক ছিলেন। এছাড়া তিনি স্থানীয় সংবাদপত্র লিবারেল ডেলসুরের জন্যও লিখতেন।
গত ৫ ফেব্রুয়ারি স্কুলে তার বাচ্চাকে নামিয়ে দেয়ার পর পরই তিনি অপহৃত হন।
জাতীয় মানবাধিকার কমিশন জানায, ২০০০ সাল থেকে মেঙ্কোতে কমপক্ষে ৮৬ জন সাংবাদিক নিহত এবং ২০ জনের বেশি নিখোঁজ হন।