বীরগঞ্জ-গোলাপগঞ্জ আজ ট্রাক্টরের ধাক্কায় একজন নিহত হয়েছে।
নিহত মোঃ হেলাল (৩৫) বীরগঞ্জের মরিচা ইউপির সাতখামার গ্রামের মোঃ দারোগ আলীর পুত্র। সে কাঁচামালের ব্যবসা করেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে মোঃ হেলাল বীরগঞ্জ পৌর বাজার হতে নিজ বাড়ীতে ফেরার পথে বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কের নিজপাড়া ইউপির বোচাপুকুর নামকস্থানে বিপরীতগামী একটি ট্রাক্টর ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান চৌধুরী বাদশা মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।