slide5
বাকৃবিতে ছাত্রলীগের হাতে উদীচীর সম্পাদক প্রহৃত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা উদীচীর সাধারণ সম্পাদককে পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের তাপসী রাবেয়া হলের সামনে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের প্রথম বর্ষের এক ছাত্রীকে হলে পৌছিয়ে দিতে গেলে শাখা উদীচীর সাধারণ-সম্পাদক প্রিতম সাহাকে হকিস্টিক, লাঠি, স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করে ড্রেনে ফেলে দেয় ছাত্রলীগের কয়েকজন কর্মী। হামলায় জড়িত ছাত্রলীগ কর্মীরা হলেন, পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও শহীদ শামসুল হক হলের ছাত্রলীগের অর্থ সম্পাদক আজিজ, ওই একই অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ, কৃষি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জনি ও সাগরসহ অজ্ঞাত আরো ৫-৭ জন। উদীচীর সাধারণ সভা শেষে ছাত্রীদের হলে পৌঁছে দিতে যায় প্রিতম সাহা ও ওই সংগঠনের আরো কয়েকজন নেতাকর্মী। এদিকে সাধারণ সভার কারণে দেরি হওয়ায় হলের ডাইনিংয়ের খাবার শেষ হয়ে যায়।slide1 ফলে তখনি আবার প্রিতমের সাথে খাবার কিনতে বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় এলাকায় যায় তারা। শেষ মোড় থেকে হলে পৌঁছে দেয়ার পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাপসী রাবেয়া হলের সামনে তারা শুরুতে প্রিতমকে গালিগালাজ ও পরে হকিস্টিক, লাঠি, স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহত প্রিতমকে হলের পাশের ড্রেনে ফেলে চলে যায় তারা। পরে সাধারণ শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে হলে পৌঁছে দেয়। এদিকে ওইদিন সন্ধ্যা থেকেই মেয়েটিকে অনুসরণ করে আসছিল ছাত্রলীগ কর্মী আজিজ ও তার বন্ধুরা। ওই ছাত্রীর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই আজিজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা পরিচিত করার নাম করে আমাকে মোবাইলে উত্ত্যক্ত করে আসছিল। slide4এ বিষয়ে উদীচীর সভাপতি আ খ ম গোলাম সারওয়ার জানান, ‘উদীচীর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার চাওয়া হয়েছে। বিচার না পেলে ২১ ফেব্রুয়ারীর সকল অনুষ্ঠান উদীচী ও বিশ্ববিদ্যালয়ের সকল সাংস্কৃতিক সংগঠন বর্জন করবে।’ এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু বলেন, ‘বিষয়টি মীমাংসা হয়ে গেছে। আর এ ঘটনায় জড়িতরা কেউই ছাত্রলীগের কর্মী নয়।’