নির্বাচনী সফরে সম্প্রতি জনসংযোগকেই হাতিয়ার করছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী৷ সংসদে রেল বাজেট পেশ হওয়ার আগের দিন তাঁকে দেখা গেল নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে৷ কুলিদের সঙ্গে কথা বলে জানতে চাইলেন তাঁদের সমস্যার কথা৷ দিলেন সমাধানের আশ্বাসও৷
কংগ্রেসের যুবরাজের বক্তব্য, ‘আপনাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাই৷ জানতে চাই আপনাদের সমস্যার কথা৷ এই সব কথাই রেলমন্ত্রককে জানাব৷ এটুকু কথা দিতে পারি, আপনাদের জন্য যতটুকু করা সম্ভব, মন থেকে করব৷’
রেল বাজেটের কথা মাথায় রেখেই কি মঙ্গলবারের এই জনসংযোগ? রাহুল কিন্ত্ত তা মানতে রাজি নন৷ তাঁর দাবি, শুধু কুলিরাই নন, বিভিন্ন খুচরো কাজে নিযুক্ত ভারতের কমপক্ষে ৭০ কোটি মানুষের সমস্যার কথা জানতে চান তিনি৷ রাহুলের কথায়, ‘৭০ কোটি ভারতবাসীর পায়ের তলার মাটি শক্ত করতে চাই৷ তাঁদের সাহায্যের প্রয়োজন৷ আমি চাই, এঁদের সমস্যার কথা শুনে কংগ্রেসের ইস্তেহারে সেগুলো তুলে ধরতে৷’
এ দিন কুলিরাও তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন৷ অনেকেই চিকিত্সাজনিত সুযোগ-সুবিধার দাবি জানিয়েছেন৷ গার্ডম্যানদের আবার দাবি, তাঁদের ছুটি বাড়ানো বা কাজের সময় কমানো হোক৷ উঠে এসেছে কুলিদের সঙ্গে যাত্রীর খারাপ ব্যবহারের প্রসঙ্গও৷ সব সমস্যাই শুনেছেন রাহুল৷ দিয়েছেন সমাধানের আশ্বাসও৷
রেল বাজেটের কথা মাথায় রেখেই কি মঙ্গলবারের এই জনসংযোগ? রাহুল কিন্ত্ত তা মানতে রাজি নন৷ তাঁর দাবি, শুধু কুলিরাই নন, বিভিন্ন খুচরো কাজে নিযুক্ত ভারতের কমপক্ষে ৭০ কোটি মানুষের সমস্যার কথা জানতে চান তিনি৷ রাহুলের কথায়, ‘৭০ কোটি ভারতবাসীর পায়ের তলার মাটি শক্ত করতে চাই৷ তাঁদের সাহায্যের প্রয়োজন৷ আমি চাই, এঁদের সমস্যার কথা শুনে কংগ্রেসের ইস্তেহারে সেগুলো তুলে ধরতে৷’
এ দিন কুলিরাও তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন৷ অনেকেই চিকিত্সাজনিত সুযোগ-সুবিধার দাবি জানিয়েছেন৷ গার্ডম্যানদের আবার দাবি, তাঁদের ছুটি বাড়ানো বা কাজের সময় কমানো হোক৷ উঠে এসেছে কুলিদের সঙ্গে যাত্রীর খারাপ ব্যবহারের প্রসঙ্গও৷ সব সমস্যাই শুনেছেন রাহুল৷ দিয়েছেন সমাধানের আশ্বাসও৷