আলজেরিয়ার পূর্বাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক মানুষ নিহত হয়েছে।
স্থানীয় টেলিভিশনগুলোর বরাত দিয়ে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় বেসরকারি টেলিভিশন এন্নাহার জানায়, ঔম আল-বোয়াঘি প্রদেশের পার্বত্যাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। টেলিভিশনটির একটি সূত্র জানায়, নিহতদের বেশিরভাগই সৈনিক বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত এলাকায় অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।