শর্ত পূরণ না করায় র্যাব-এর প্রশিক্ষণের ওপর এক ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিচারবর্হিভূত হত্যাকাণ্ডসহ অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘনের কারণেই এ শর্ত দেয়া হয়েছে। বলা হয়েছে মার্কিন তহবিলে পরিচালিত প্রশিক্ষণে র্যাবের সদস্যদের যেন বাংলাদেশ সরকার কোনও মনোনয়ন না দেয়। র্যাব কর্তৃক মানবাধিকারের গুরুতর লঙ্ঘন বন্ধ হয়েছে এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার যথেষ্ট সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে এমনটি নিশ্চিত হলেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ৩রা ফেব্রুয়ারি মার্কিন সরকারের তরফে এক চিঠিতে এ বার্তা দেয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে একটি ক্ষেত্রেই মার্কিন সহায়তা পেয়ে থাকে র্যাব। সে ক্ষেত্রটি হচ্ছে ইন্টারন্যাল এনকোয়ারি সেল (আইইসি) প্রতিষ্ঠায়। এই সহায়তা লিয়াহি ল’ মেনেই দেয়া হয়। আইইসিতে কাজের জন্য মনোনীত হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়ার আগে বাছাই-বিধির শর্ত অব্যশই সাফল্যের সঙ্গে পূরণ করতে হয় র্যাব সদস্যদের। আইইসিতে কর্তব্য ও দায়িত্ব পালনের জন্যই এ বিশেষভাবে এ প্রশিক্ষণ দেয়া হয়। এখানে আইইসি সদস্যদের অংশগ্রহণ সীমিত। বিদেশী নিরাপত্তা বাহিনীকে মার্কিন সহায়তা ‘ফরেন এসিস্ট্যান্ট অ্যাক্ট (এফএএ) অব ১৯৬১-এর সেকশন ৬২০ এম’ দ্বারা নিয়ন্ত্রিত। ওই নিয়ন্ত্রণ বিধিটিই লিয়াহি ল’ বা লিয়াহি অ্যামেন্ডমেন্ট নামে পরিচিত। মানবাধিকার লঙ্ঘন এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্পর্কে মার্কিন পরারাষ্ট্রমন্ত্রীর কাছে যদি বিশ্বাসযোগ্য তথ্য থাকে তবেই বিদেশী নিরাপত্তা বাহিনীর কোন ইউনিটের এফএএ’র অধীনে তহবিল সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করে উল্লিখিত অ্যামেন্ডমেন্ট। কিন্তু র্যাব সদস্যদের দ্বারা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন ঘটায় কোন প্রকার মার্কিন প্রশিক্ষণ ও সহায়তা র্যাবের কোন সদস্য বা ইউনিট পেতে পারে না বলে মার্কিন সরকার দৃঢ় সিদ্ধান্তে উপনীত হয়েছে। এই অবস্থায় সেন্টার ফর এক্সিলেন্স ফর স্ট্যাবিলিটি পুলিশ ইউনিট (সিওইএসপিইউ)-এর ফিফথ মোবাইল মেনটোরিং টিম (এমএমটি-০৫) কোর্সের বাছাই-বিধির শর্ত র্যাব, ঢাকার অপারেশনস উইং-এর স্কোয়াড লিডার/সিনিয়র এএসপি মাহমুদুল হাসান পূরণ করতে পারেননি। তাই তিনি ওই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে পারবেন না। ওদিকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে। এর অংশ হিসেবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দু’টি টিম যুক্তরাষ্ট্রে যাচ্ছে। এই টিমের নেতৃত্বে দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমেদ। তিনি বিচারবর্হিভূত হত্যাকাণ্ডসহ নানা বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরবেন। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ও র্যাবসহ কয়েকটি আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় কাগজ-পত্র তৈরির কাজ চলছে।
র্যাব প্রশিক্ষণে মার্কিন নিষেধাজ্ঞা
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
বিওয়াইডি’র ৩০ বছর পূর্তি উদযাপনে তিন দিনব্যাপী কার্নিভাল অনুষ্ঠিত
বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইওর ড্রিম) নিজেদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। পাশাপাশি, চীনের শেনঝেন-শানওয়েই স্পেশাল কো-অপারেশন জোনের শিয়াওমো প্রোডাকশন বেইজে নিজেদের...
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...