সাত সকালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ১৫ জনের। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মালদহ জেলার আটমাইলে। মঙ্গলবার সকালে একটি বরযাত্রী বোঝাই গাড়ীর সঙ্গে ট্রাকের সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থেকে মালদহ জেলার সাহাপুরে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বরযাত্রীরা। বিয়ে শেষ করে এদিন সকালে মালদহের ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে করণদিঘিতে ফিরে যাচ্ছিল বরযাত্রী বোঝাই একটি বোলেরো গাড়ি। পথেই আটমাইলের কাছে হঠাৎ বরযাত্রী বোঝাই ওই গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সামনে থেকে আসা একটি ট্রাকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ জনের, আহত হন ৩ জন। আহতদের ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে মৃত্যু হয় আরও ২ জনের। অতিরিক্ত কুয়াশার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাস্থলে উদ্ধারকাজ তদারকি করেন রাজ্যের পর্যটন মন্ত্রী কৃষেন্দু নারায়ণ চৌধুরী। জেলার পুলিশ সুপার কল্যান মুখোপাধ্যায়সহ উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। উদ্ধারকাজে হাত লাগায় দমকল বাহিনী।
ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে ট্রাকটির চালক ও হেলপার পলাতক।