hefajote-islamকতিপয় মিডিয়া কওমি মাদরাসা ও আলেম-ওলামার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম। একাত্তর টেলিভিশনে সম্প্রতি প্রচারিত ‘হেফাজতনামা’ শীর্ষক ডকুমেন্টারিকে ‘সাংবাদিকতার আড়ালে হলুদ সাংবাদিকতা, বিদেশী অপশক্তির এজেন্ডা বাস্তবায়ন ও ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর পরিকল্পিত চক্রান্ত’ বলে আখ্যায়িত করেছে কওমী মাদ্রাসা ভিত্তিক এ সংগঠন। মঙ্গলবার চট্টগ্রামের নুর আহমদ সড়কস্থ সিএমইউজে মিলনায়তনে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে হেফাজত নেতারা ৭১ ও এটিএন নিউজের নাম উল্লেখ করে বলেন,  এসব প্রতিবেদন আপত্তিকর ও একতরফা। এসব মিডিয়ার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির দায়ে সরকার কোন ব্যবস্থা  না নিলে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে সারা দেশে জেলায় জেলায় শানে রেসালত সম্মেলন আয়োজনের কর্মসূচি ঘোষণা করে আগামী ৩ ও ৪ঠা এপ্রিল চট্টগ্রামে সম্মেলন করার ঘোষণা দেয়া হয়। লিখিত বক্তব্যে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ৭১ টেলিভিশনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কিছু মিথ্যা, ভিত্তিহীন প্রতিবেদন প্রচার করে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলামানদের সংক্ষুব্ধ করে তুলতে চাইছে। দেশে সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট করে সংঘাত ও অরাজকতা সৃষ্টির পায়ঁতারা চালাচ্ছে। এ ধরনের অপ্রপপ্রচারে বিক্ষুব্ধ হয়ে আলেম-ওলামা রাজপথে নামলে তাদের আন্তর্জাতিক বিশ্বের কাছে সন্ত্রাসী, জঙ্গি অপবাদ দিয়ে দেশকে আগ্রাসনের মুখে ঠেলে দিতে পারবে। তাতে সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তির হাতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব তুলে দেয়া সহজ হবে। দেশকে আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও কাশ্মির বানানোর তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হবে। এটি এদশের ধর্মপ্রাণ ও দেশপ্রেমিক জনতা কখনও হতে দেবে না।