sorok durghotona_42873সাভারে বাসচাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুর এলাকার হানিফ মিয়া (৩৫) ও কুমিল্লার নবীনগর এলাকার রতন (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সকালে গাবতলী এলাকা থেকে মটরসাইকেলযোগে হানিফ ও রতন গাজীপুরে যাচ্ছিলেন। তারা সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করলে ঢাকা-আরিচা মহাসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মটরসাইকেলটিকে চাপা দেয়। আহত অবস্থায় তাদের সাভারের এনাম মেডিকের কলেজ হাসপাতালে নেয়ার পথে মটরসাইকেল চালক হানিফ মারা যান। অপর আরোহী রতনকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসকরা। তবে হাসপাতালে নেয়ার আগেই তার মুত্যৃ হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।