গন্তব্যে পৌঁছনোর পর বাংলাদেশি এক চালককে পাওনা ভাড়া নিয়ে চাতুরি করায় ব্রাজিলের এক নারীকে জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। গত ৫ ফেব্রুয়ারির ওই ঘটনা যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। ওই চালকের নাম আদনান চৌধুরী (২৮)। তার সঙ্গে প্রতারণা করায় শাস্তিপ্রাপ্ত ব্রাজিলিয়ান হলেন ডেনিস রেবেলেটো (৩১)।
জানা যায়, ৫ ফেব্রুয়ারি ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক জন এফ কেনেডি বিমানবন্দরে নামেন ব্রাজিলীয় বংশোদ্ভূত আমেরিকান রেবেলেটো। বিমানবন্দরে নেমেই তিনি তার গন্তব্য বোস্টনে যাওয়ার জন্য আদনানের ট্যাক্সিতে ওঠেন। চার ঘণ্টায় প্রায় দুইশ’ মাইল পথ পাড়ি দিয়ে বোস্টন পৌঁছানোর পর রেবেলেটো জানান, তার কাছে ভাড়া নেই। তখন নানাভাবে পাওনা অর্থ আদায়ে রেবেলেটোকে সাহায্য করেন আদনান। কিন্তু রেবেলেটো তার নিকটাত্নীয়দের কাছ থেকে চেষ্টা ও ক্রেডিট কার্ড ব্যবহার করেও আদনানের ভাড়ার টাকা মেটাতে ব্যর্থ হন।
এরপর বোস্টনের ফ্রেমিংহাম পুলিশ স্টেশনে রেভেলেটোকে নিয়ে যান আদনান। পুলিশ প্রতারণার অভিযোগে রেবেলেটোকে আটক করে। আদনানের ট্যাক্সির মিটার পরীক্ষা করলে দেখা যায় তাতে ৯৮০ ডলার ভাড়া উঠেছে।
এরপর ব্রাজিলীয় ওই নারীকে ফ্রেমিংহ্যাম ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ৯৮০ ডলার জরিমানা করে তা আদনানকে পরিশোধের জন্য ৩০ দিনের সময় বেঁধে দিয়ে ৭ ফেব্রুয়ারি জামিন দেন।