cross-fire.jpeg_67834বরিশালে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক (৪৬) নামে একজন নিহত হয়েছে। তার বাড়ি বরিশালের বাজার রোডে। সোমবার সকালে বরিশাল নগরীর চকেরপোল এলাকায় এই বন্দুকযুদ্ধোর ঘটনা ঘটে। ফারুকের বিরুদ্ধে হত্যা ও চাদাবাজিসহ ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
র‌্যাব-৮-এর পক্ষ থেকে জানানো হয়, সোমবার ভোর ছয়টার দিকে ঢাকা থেকে বরিশালে পৌঁছায় ফারুক। সাড়ে ছয়টার দিকে নগরের চকেরপোল এলাকায় পৌঁছালে র‌্যাবের সঙ্গে তার ‘বন্দুকযুদ্ধ’ হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।
ফারুকের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এলাকাবাসী জানায়, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বরিশালের ‘আট বাহিনীর’ অন্যতম সদস্য ছিলেন ফারুক। ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি ও তার বাহিনীর সদস্যরা দেশের বাইরে পলাতক ছিলেন।