বাংলাদেশ সরকার রক্তাক্ত গোপন যুদ্ধে লিপ্ত বলে মন্তব্য করেছেন আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ, সন্ত্রাসবাদ ও মানবাধিকার বিশেষজ্ঞ টবি কেডম্যান। তিনি বলেছেন এই সরকারের হাতে বেসামরিক জনগণ ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছে। ২০১০ সাল থেকে এ বছরের জানুয়ারী মাস পর্যন্ত এই সরকারের নিরাপত্তা বাহিনীর হাতে কয়েক শতাধিক বিশ্বাসযোগ্য মুত্যুর প্রমাণ রয়েছে উল্লেখ করে টবি কেডম্যান বলেন, বিশ্বসম্প্রদায়ের বার বার অনুরোধ সত্ত্বেও বাংলাদেশ সরকার এসব ঘটনার কোন নিরপেক্ষ তদন্ত বা বিচার করতে ব্যার্থ হয়েছে। ইউরোপিয়ান হিউম্যান রাইটস অর্গেনাইজেশন ‘ইন্টারন্যাশনাল কোয়ালিশন ফর ফ্রিডম এন্ড হিউম্যান রাইটস‘ এর পক্ষে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ আদালতে মামলা দায়েরের পর শুক্রবার সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের নাইন বেডফোর্ড রো ইন্টারন্যাশনাল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টবি কেডম্যান এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে টবি কেডম্যান বলেন, আর্ন্তজাতিক অপরাধ আদালত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ খুবই গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। হেফাজতে ইসলাম, জামায়াত-বিএনপির নেতাকর্মী ও সংখ্যালঘু নির্যাতনের নানা সচিত্র তথ্য উপাত্ত আদালতে দাখিল করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শীঘ্রই মামলার প্রাথমিক তদন্ত শুরু হবে। টবি কেডম্যান বলেন, বাংলাদেশ এখন প্যারালাইসড অবস্থায় রয়েছে। দেশে মানবাধিকার বলে কিছু নেই। বাংলাদেশে যে পরিমাণে মানবতাবিরোধী কর্মকান্ড সংঘটিত হচ্ছে তার জন্য একদিন সরকারেক আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। তিনি বলেন, জুডিশিয়াল কিলিং, গণহত্যা, মিডিয়ার স্বাধীনতা খর্ব, সংখ্যালঘু নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর বিষয়গুলো আর্ন্তজাতিক অপরাধ আদালতে দাখিল করা হয়েছে। মিডিয়া ও অন্যাান্য স্বতন্ত্র মানবাধিকার সংগঠনের হিসেব অনুযায়ী এ পর্যন্ত ৭শ মানুষকে বিনা বিচারে সরকারী বাহিনী হত্যা করেছে। তবে এ সংখ্যা আরও বেশী রয়েছে বলে মনে করেন টবি কেডম্যান। সংবাদ সম্মেলনে মানবাধিকার সংগঠন অধিকার এর চেয়ারম্যান আদিলুর রহমানের পরিবারকে হয়রানি করা হচেছ উল্লেখ করেন টবি কেডম্যান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাইন বেডফোর্ড রো ইন্টারন্যাশনাল লিগ্যাল টিমের প্রধান স্টফেন কে কিউসী, লিগ্যাল টিমের সদস্য জন কেমি, ম্যারিজা বারকোবিস ও লিনার্ট পোলসেন।
বাংলাদেশ সরকার রক্তাক্ত গোপন যুদ্ধে লিপ্ত
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...
শিক্ষা ও প্রযুক্তি বিনিময় করবে পাবিপ্রবি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল এর সাথে গতকাল রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড....