ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি বলেছেন, ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের ক্ষমতা আমেরিকার নেই। মার্কিনিরা ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে না বলে দাবি জানালেও এটা প্রহসন ছাড়া কিছুই নয়।
গতকাল শনিবার ছিল খোমেনির প্রতি ইরানের বিমান বাহিনীর আনুগত্য ঘোষণার দিন। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের চূড়ান্ত বিজয় হলেও ৮ ফেব্রুয়ারি বিমান বাহিনী বিপ্লবের আদর্শের প্রতি একাত্মতা ঘোষণা করেছিল। এই উপলক্ষে দিনটিতে বিমান বাহিনীর শীর্ষ কমান্ডাররা আয়াতুল্লাহ খোমেনির সঙ্গে দেখা করেন। এ সময় আমেরিকার উদ্দেশে এই কড়া বার্তা দেন ইরান প্রধান।