
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, রাত ৯টার দিকে ফকিরহাট এলাকার যুবদল নেতা নুরউদ্দীন সজীবকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। তিনি জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। হত্যার কারণ উদঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তারে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে উপজেলা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে সজীবকে আওয়ামী লীগের স্থানীয় অস্ত্রধারীরা হত্যা করেছে। অবশ্য মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নিজামী বিষয়টি অস্বীকার করেছেন। যুবদলের দু’গ্রুপের অন্তঃকোন্দলেই এ ঘটনা ঘটেছে বলে তার দাবি।