image_50074.moulvibazar-mapমৌলভীবাজারের কমলগঞ্জে একই গাছে ফাঁস লাগিয়ে ২ তরুণী আত্মহত্যা করেছে। আজ শনিবার উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে একটি গাছে ঝুলন্ত অবস্থায় থাকা ওই দুই তরুণীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে কমলগঞ্জ থানা পুলিশ।

চা বাগান সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের ২২ নম্বর সেকশনের বামবোতল এলাকার চা শ্রমিক বিজু উড়ার মেয়ে দিনসাড়ী উড়াং (১৮) ও রাজারাম গৌড়ের মেয়ে জাগনী গৌড়কে (১৮)  খুজে পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে বাগানের একটি গাছের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাদের দেখতে পান স্থানীয় লোকজন। পরে দুপুর ২টায় কমলগঞ্জ থানার এসআই জিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে।