fire_66639রাজধানীর মগবাজারের মধুবাগ বস্তির রিকশা গ্যারেজে ভয়াবহ আগুনে ২ শিশু মারা গেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মগবাজারের মধুবাগে রিকশা গ্যারেজে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা পাশের বস্তিতেও ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও সম্পূর্ণ গ্যারেজটি পুড়ে ছাই হয়ে যায়। গ্যারেজের ভেতর থেকে দুটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, মগবাজারের মধুবাগের আগুন নিয়ন্ত্রণে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে দমকল বাহিনীর ১৩টি ইউনিট। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ সম্ভব হয়নি বলে জানান তিনি।