
গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, মগবাজারের মধুবাগের আগুন নিয়ন্ত্রণে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে দমকল বাহিনীর ১৩টি ইউনিট। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ সম্ভব হয়নি বলে জানান তিনি।