
ভাল্কে যখন স্টেডিয়ামটি পরিদর্শনে এসেছিলেন তখন সেখানে কাজ করত ৯০০ শ্রমিক। এর পর শ্রমিকের সংখ্যা বাড়িয়ে ১১০০ করা হয়েছে। আর আগামী দুই সপ্তাহে শ্রমিকের সংখ্যা ১৪০০ তে উন্নীত করার সম্ভাবনা রয়েছে। এই স্টেডিয়ামে প্রথম ম্যাচ হবে ১৬ই জুন। ব্রাজিলের স্থানীয় আয়োজকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন গত বছরের ডিসেম্বরে ১২টি স্টেডিয়ামেরই নির্মাণ কাজ শেষ হবে। কিন্তু এখনও ৫টি স্টেডিয়ামের কাজ বাকি।
এদিকে, নিজ দেশে বিশ্বকাপ আয়োজনে নির্মাণ কাজ নিয়ে জটিলতায় ব্যথিত হয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। এমন সুযোগ কাজে লাগাতে না পারাটা খুবই দুঃখজনক বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রকাশিত স্থানীয় পত্রিকা ও এসটাডো ডি সাঁও পাওলো-কে দেওয়া সাক্ষাৎকারে পেলে এসব কথা বলেন। তাঁর জন্য এটা ভীষণ দুঃখজনক এ কারণে যে আয়োজক দেশ হতে ব্রাজিলের পক্ষে ভোট চেয়ে আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে বেড়িয়েছেন তিনি। পেলে বলেন, কী কারণে এমনটা হল সেটা বলা কঠিন। তবে এখনও সময় আছে। পেলের বক্তব্যের সাথে একমত ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারও। তিনি সম্প্রতি ব্রাজিলের বিশ্বকাপ আয়োজকদের সমালোচনা করে বলেছেন, কাজ আরো আগে শেষ করা উচিত ছিল।
সূত্র : ডয়চে ভেলে