৫ জানুয়ারি নির্বাচনে গণতন্ত্র বিসর্জন দেয়া হয়েছে। এতে যে মন্ত্রিসভা গঠন করা হয়েছে তা একটি বিচিত্র মন্ত্রিসভা। সরকারের প্রযোজনায় বিরোধী দল গঠন করা হয়েছে। যা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না। এটাও একটি বিচিত্র বিরোধী দল। শনিবার সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ঐতিহাসিক কাগমারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার চেয়ারম্যান ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী এ সব কথা বলেন।
রাজপথে বিরোধী দলকে দাঁড়াতে না দেয়া গণতন্ত্রের ভাষা হতে পারে না বলে উল্লেখ করে বি চৌধুরী বলেন, মওলানা ভাসানী থাকলে তিনি এর প্রতিবাদ করতেন। তিনি বলেন, সরকারকে জনগণের অনুভূতি বুঝতে হবে। ৫ জানুয়ারি যে নির্বাচন হয়েছে তা গণতন্ত্র সম্মত হয়নি। দ্রুত সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে আরেকটি নির্বাচন দেওয়া হোক। যা হবে জনবান্ধব নির্বাচন। নইলে দেশ চরম সঙ্কটে পড়বে।
বিরোধী দলের উদ্দেশে বি চৌধুরী বলেন, ভাসানীর মতো সত্যিকার সাহসী দেশপ্রেমিক হতে হবে। তাহলেই দেশের সত্যিকারের সঙ্কট উত্তরণ সম্ভব।
রাজপথে বিরোধী দলকে দাঁড়াতে না দেয়া গণতন্ত্রের ভাষা হতে পারে না বলে উল্লেখ করে বি চৌধুরী বলেন, মওলানা ভাসানী থাকলে তিনি এর প্রতিবাদ করতেন। তিনি বলেন, সরকারকে জনগণের অনুভূতি বুঝতে হবে। ৫ জানুয়ারি যে নির্বাচন হয়েছে তা গণতন্ত্র সম্মত হয়নি। দ্রুত সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে আরেকটি নির্বাচন দেওয়া হোক। যা হবে জনবান্ধব নির্বাচন। নইলে দেশ চরম সঙ্কটে পড়বে।
বিরোধী দলের উদ্দেশে বি চৌধুরী বলেন, ভাসানীর মতো সত্যিকার সাহসী দেশপ্রেমিক হতে হবে। তাহলেই দেশের সত্যিকারের সঙ্কট উত্তরণ সম্ভব।