
সদ্য কারামুক্ত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সহ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘৭৫ সালে আওয়ামী লীগ একবার গণতন্ত্র হত্যা করেছিল্। ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে আবার তারা গণতন্ত্র হত্যা করেছে। আওয়ামী লীগ তথাকথিত সংসদ, অবৈধ সরকার দিয়ে দেশ পরিচালনা করছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এ সরকার সম্পূর্ণভাবে জনসমর্থনহীন সরকার। তাদেরকে দীর্ঘদিন ক্ষমতার রাখা যাবে না।