সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছেন, রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের চর্চা কম। গঠনতন্ত্র অনুযায়ী দলগুলো তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে না। গণতন্ত্র চর্চায় বেশিরভাগ রাজনৈতিক দলই ব্যর্থ।
শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে নাগরিক ঐক্যের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাবেক সিইসি রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে বলেন, অধিকাংশ দল কাউন্সিল করে না। দল পরিচালনায় নেতাকর্মীদের মতের প্রতিফল ঘটে না। এজন্য বাংলাদেশের রাজনৈতিক আকাশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে শামসুল হুদা বলেন, দলগুলোর মধ্যে গণতন্ত্র নেই বলেই স্থানীয় সরকার নিবাচনে আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। স্থানীয় নির্বাচনকে রাজনীতির মধ্যে আনতে চাইলে সরকারের পক্ষ হতেই আইন পরিবর্তনের দাবি তোলা উচিৎ।
তিনি বলেন, উপজেলা নির্বাচনে কোনো কোনো দলের একাধিক প্রার্থী আছেন। এটি ভালো লক্ষণ। একাধিক প্রার্থী বহাল রাখা দরকার।
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বক্তব্য রাখেন।
শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে নাগরিক ঐক্যের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাবেক সিইসি রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে বলেন, অধিকাংশ দল কাউন্সিল করে না। দল পরিচালনায় নেতাকর্মীদের মতের প্রতিফল ঘটে না। এজন্য বাংলাদেশের রাজনৈতিক আকাশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে শামসুল হুদা বলেন, দলগুলোর মধ্যে গণতন্ত্র নেই বলেই স্থানীয় সরকার নিবাচনে আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। স্থানীয় নির্বাচনকে রাজনীতির মধ্যে আনতে চাইলে সরকারের পক্ষ হতেই আইন পরিবর্তনের দাবি তোলা উচিৎ।
তিনি বলেন, উপজেলা নির্বাচনে কোনো কোনো দলের একাধিক প্রার্থী আছেন। এটি ভালো লক্ষণ। একাধিক প্রার্থী বহাল রাখা দরকার।
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বক্তব্য রাখেন।