দৈনিকবার্তা, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ সদর উপজেলার কোনাগাতি থেকে শীর্ষ সন্ত্রাসী ও স্থানীয় বিএনপি নেতা জবান আলীর (৩৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ৷ বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে লাশটি উদ্ধার করা হয়৷
নিহত জবান আলী সদর উপজেলার পূর্ব বাঐতারা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে৷ জবান সদর উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা নাসির ও যুবলীগ নেতা টিক্কা হত্যা ও ডাকাতিসহ প্রায় সাতটি মামলার প্রধান আসামী৷ জবান আলী বিগত সংসদ নির্বাচনে সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর ভোটকেন্দ্রের নির্বাচন প্রতিরোধ কমিটির আহবায়ক ছিলেন৷
সিরাজগঞ্জের পুলিশ সুপার (এস পি) এমরান হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের সদর উপজেলার কোনাগাতিতে একটি লাশ পড়ে থাকতে দেখে টহল পুলিশ৷ পরে লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর থানায় আনার পরে জানা যায় এটি শীর্ষ সন্ত্রাসী জবান আলীর লাশ৷ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ এ বিষয়ে মামলা দায়ের করা হবে৷তবে জবানকে কিভাবে বা কারা হত্যা করেছে তা জানাতে পারেননি পুলিশ সুপার৷