imagesপাকিস্তানের শিশু ও নারীশিক্ষা আন্দোলনের ১৬ বছর বয়সী নির্ভীক অগ্রপথিক মালালা ইউসুফজাইকে শিশুদের নোবেল পুরস্কার ‘ওয়ার্ল্ড চিল্ড্রেন’স প্রাইজ’-এর জন্য মনোনীত করা হয়েছে। ২০০০ সালে ‘চিল্ড্রেন’স নোবেল প্রাইজ’ যাত্রা শুরু করেছিল। বিভিন্ন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশ্বের ১১০টি রাষ্ট্রের ৬০ হাজার স্কুলে শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংগঠনটি গড়ে উঠেছিল। আন্তর্জাতিক এ সংগঠনটির জুরিবোর্ডের সদস্য ১৫ বছর বয়সী লিভ কিজেলবার্গ বলেছেন, মালালা নিজেও শিশু ও সে পাকিস্তানের মেয়েদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। আর এটা শুধু পাকিস্তানের নয়, সারা বিশ্বের জন্য। এ বছর মনোনয়নপ্রাপ্ত বাকি দুইজন হলেন জন উড ও ইন্দিরা রামনগর। যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান ‘রুম টু রিড’-এর প্রতিষ্ঠাতা জন উড। নেপালের ইন্দিরা রামনগর বন্দি ব্যক্তিদের সন্তানদের দেখাশোনা বা সহযোগিতা করে থাকেন। মনোনীত তিনজনই পুরস্কারের ১ লাখ ডলার অর্থ শেয়ার করবেন বলে জানা গেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত বছর মালালাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের সাখারভ মানবাধিকার পুরস্কারে ভূষিত করা হয়েছিল সাহসী এ কিশোরীকে। ২০১২ সালে পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবানের গুলিতে গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য মালালাকে বৃটেনে পাঠানো হয়েছিল। চিকিৎসার পর বৃটিশ সরকার মালালার নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানেই তাকে থাকার অনুমতি দেয়।