টেস্ট ক্রিকেটে এ যেন এক স্বপ্নের দিন। স্বাপ্নিক ব্যাটিং করছেন বাংলাদেশের দুই তরুণ। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন শামসুর রহমান শুভ। নিজের দ্বিতীয় টেস্টে এসেই সেঞ্চুরির দেখা পেলেন এ তরুণ ব্যাটসম্যান। আক্রমনাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিতি যার। তবে সেঞ্চুরির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি এ ব্যাটসম্যান। নিজের নামের পাশে ১০৬ রান যোগ করে বিদায় নেন তিনি। টেস্টে ফেরা আরেক ব্যাটসম্যান ইমরুল কায়েসও পূর্ণ করেন সেঞ্চুরি। তবে ১১৫ রানের বেশি এগুতে পারেননি তিনিও। আউট হয়েছেন ফর্মে থাকা আরেক ব্যাটসম্যান মমিনুল হক। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের স্কোর ২৫৯/৪।
শ্রীলঙ্কার ৫৮৭ রানের জবাবে বুধবার ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই আউট হয়ে যান তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল। কিন্তু এরপরই প্রতিরোধ গড়ে তোলেন শামসুর-কায়েস। কখনও আক্রমণাত্মক আবার কখনও রক্ষনাত্মক কৌশল অবলম্বন করে লঙ্কান বোলারদের মনোবল দুমড়ে-মুচড়ে দেন তারা। তবে তাদের দুইশ’ রানের পার্টনারশিপের পর ৩ উইকেট নিয়ে খেলায় ফিরেন লঙ্কান বোলাররা।