বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর রমনা থানায় বিকালে দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহার বলা হয়েছে, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা গোপন করে যুক্তরাষ্ট্রে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা (আট লাখ চার হাজার ১৪২ দশমিক ১৩ ব্রিটিশ পাউন্ড) পাচার করেছেন সাবেক মন্ত্রী। তার ও স্ত্রী মিসেস বিলকিস আক্তারের যৌথ ব্যাংক হিসাবে এ অর্থ পাচার করা হয়েছে। অর্থ পাচারের সঙ্গে তার স্ত্রী মিসেস বিলকিস আক্তার বা অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না তা মামলার তদন্ত পর্যায়ে খতিয়ে দেখা হবে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এর আগে দুদক কার্যালায়ে এই মামলার অনুমোদন দেয়া হয়। পাশাপাশি ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে করা মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দেয় দুদক।