
গত শুক্রবার এক বিবৃতিতে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় জামায়াত। এরপর বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের গন্তব্যে ফেরা এবং সরস্বতী পূজার কারণে সোমবার হরতাল কর্মসূচি স্থগিত করে তা বৃহস্পতিবার পালনের সিদ্ধান্ত নেয় দলটি। গত শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ পরিবর্তনের কথা জানায় জামায়াত।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান শনিবার বিবৃতিতে বলেন, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের নিজেদের গন্তব্যে ফেরার স্বার্থে ও হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজার কারণে ঘোষিত হরতাল কর্মসূচি সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার পালিত হবে।
এদিকে বৃহস্পতিবার নোয়াখালীতে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানয়ি বিএনপি। বিএনপি নেতা সোনাইমুড়ি উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক তেহিদুল ইসলামকে ক্রসফায়ারে হত্যার প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়।