২০১৪ সালের জুন মাসে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমাসংক্রান্ত মামলার রায় ঘোষিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।
ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নিয়ে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চান। উত্তরে শাহরিয়ার আলম বলেন, ১৯৭৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমুদ্রসীমা নির্ধারণে আলোচনা চলতে থাকে। উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির জন্য ২০০৯ সালের ৮ অক্টোবর আন্তর্জাতিক সমুদ্রসীমা আইন-১৯৮২র অধীনে ভারতকে আরবিট্রেশনের নোটিশ দেওয়া হয়। এই আরবিট্রেশন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশনের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা চলছে। এই ট্রাইব্যুনালে দুই পক্ষের মনোনীত পাঁচজন বিচারক রয়েছেন। দুপক্ষই ট্রাইব্যুনালে তাদের লিখিত আরজি পেশ করেছে। লিখিত আরজি জমা দেওয়ার পর গত বছরের ৯-১৮ ডিসেম্বর শুনানি অনুষ্ঠিত হয়। ওই শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের আইনজীবী দল অংশ নেয়। মামলার রায় ২০১৪ সালের জুন মাসে ঘোষণার কথা রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এর মাধ্যমে দুই দেশের সমুদ্রসীমাসংক্রান্ত মামলার সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে।