সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে আগুন লেগে সুরমা নদীতে শতাধিক যাত্রীসহ নৌকাডুবির ঘটনায় আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ১১ শ্রমিকের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২৫ জন। তবে নিখোঁজ শ্রমিকদের মধ্য ৬০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে দোহালিয়া ইউনিয়নের প্রতাবপুর এলাকায় সুরমা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এদিকে স্থানীয় সূত্রগুলো জানায়, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বোলাগঞ্জ থেকে কাজ শেষে নারী ও শিশুসহ প্রায় শতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা কিশোরগঞ্জের ইটনায় যাওয়ার পথে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে আগুন লেগে নৌকাটি সুরমা নিেদত ডুবে যায়। এরপর রাত সাড়ে ৩টা পর্যন্ত স্থানীয়দের সহায়তায় পুলিশ ৬টি লাশ উদ্ধার করে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের নিয়ে উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। তবে ঘন কুয়াশা ও শীতের কারণে রাতে উদ্ধার কাজ ব্যাহত হয়। আজ মঙ্গলবার সকালে আবারো উদ্ধার অভিযান শুরু হলে আরো ৫টি লাশ উদ্ধার করা সম্ভব হয়। ফলে এখন পর্যন্ত মোট ১১ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতদের মধ্যে রোকেয়া নামে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীকে শনাক্ত করা গেছে। উদ্ধারকৃত লাশগুলো এতোটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে নিহতদের মধ্যে অন্তত দুটি শিশু রয়েছে বলে উদ্ধারকারীরা জানান। অন্যদিকে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে ডুবে যাওয়া ইঞ্জিনচালিত নৌকাটির শতাধিক যাত্রীর মধ্যে অধিকাংশই ছিল পাথর কেয়ারির শ্রমিক। নৌকায় ১৫ থেকে ২০ জন নারী ও শিশু ছিল। তারা ছাতকের ভোলাগঞ্জ থেকে কিশোরগঞ্জের নিকলী, মিঠামইন ও নেত্রকোণার খালিয়াজুড়ি যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে রান্না করার সময় চুলার আগুন নৌকায় ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে যাত্রীরা হুড়োহুড়ি শুরু করলে নৌকাটি দোহালিযা ইউনিয়নের প্রতাপুর এলাকায় নদীতে ডুবে যায়। ডুবে যাওয়া নৌকা থেকে ৪০/৪৫ জন যাত্রী সাঁতারে তীরে উঠতে পারলেও প্রায় অর্ধশত যাত্রী এখনো নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। উদ্ধার হওয়া লাশ তাদের আত্মীয়-স্বজনদের মধ্যে বুঝিয়ে দেয়া হচ্ছে। একই সাথে নিখোঁজ শ্রমিকদের লাশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো হতাহতদের পরিচয় সম্পর্কে পুরোপুরি জানা যায়নি।
সুরমায় নৌকাডুবি : নিহত ১১
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...
শিক্ষা ও প্রযুক্তি বিনিময় করবে পাবিপ্রবি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল এর সাথে গতকাল রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড....