হতদরিদ্র চা শ্রমিক পরিবার ও আদিবাসি পাত্র সম্প্রদায়ের মাঝে গতকাল মঙ্গলবার শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছে সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকা শক্তি সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এম.পি কর্তৃক নাট্যপরিষদকে প্রদত্ত কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি অনুপ কুমার দেব, সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, কোষাধক্ষ্য কামরুল হক জুয়েল, নির্বাহী সদস্য সিরাজ উদ্দিন শিরুল, মোঃ সাইফুর রহমান চৌধুরী সুমন, অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট রঞ্জন ঘোষ, দেবেন্দ্র পাত্র, শ্রী বাস মহলী প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে ৪নং খাদিম পাড়া ইউনিয়ন এর আলিগাও, কুলাউতি, কুশিরগুল এলাকায় আদিবাসি পাত্র সম্পদায় ও ৩নং খাদিম নগর ইউনিয়নের খাদিম চা বাগান ও বরজান চা বাগানের হত দ্ররিদ্র প্রায় ৫০টি পরিবারের প্রতিনিধির কাছে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। বিধবা, বৃদ্ধা মহিলা ও পুরুষ এবং অসচ্ছল পরিবারের সদস্যরা তীব্র শীতের মধ্যে উষ্ণ কম্বল পেয়ে আনন্দিত হয়। সম্মিলিত নাট্য পরিষদ সিলেট সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও সমাজ উন্নয়ন মূলক কর্মকান্ডে অবদান রাখার প্রত্যয়ে আগামী দিনে আরোও বলিষ্ট কর্মকান্ড গ্রহণ করবে বলে সংগঠনের পক্ষথেকে আশাবাদ ব্যক্ত করা হয় এবং এধরনের কর্মকান্ডে অর্থমন্ত্রীর আন্তরিকতা ও সহযোগীতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।