ঢাকা,৩ফেব্রুয়ারি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্তের ভিত্তিতে যে-ই দায়ী হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ এ ছাড়া আইনি বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে৷ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এ কথা বলেন৷
শিক্ষামন্ত্রী বলেন,রাজশাহীতে যে ঘটনা ঘটেছে তাতে আমি দুঃখিত,উদ্বিগ্ন ও ক্ষুব্ধ৷ এরপরও বিশ্ববিদ্যালয় যাতে দ্রুত খুলে দেয়া যায়, সে জন্য ব্যবস্থা নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দেয়া হয়েছে৷
নাহিদ বলেন, রাবি’র এই আন্দোলনে শিবিরও যুক্ত হয়ে গোলমালের চেষ্টা করেছে৷ তবে তদন্তে যে-ই দোষী হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷এ সময় সাংবাদিকেরা প্রকাশ্যে ছাত্রলীগের অস্ত্র ব্যবহার করার বিষয়টি তুলে ধরলে শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, যে-ই দোষী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷
তিনি জানান, এ ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন করেছে৷ কমিটির তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে৷
প্রসঙ্গত, বর্ধিত ফি প্রত্যাহার ও সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত মঙ্গলবার থেকে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন৷
রোববার আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হন৷ এ সময় তাদের অনেককে গুলি করতে ও ইটপাটকেল ছুড়তে দেখা গেছে৷ একপর্যায়ে পুলিশ রাবার বুলেট, ছররা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে৷ এতে শতাধিক শিক্ষার্থী আহত হন৷