যুদ্ধবিরতির শর্ত হিসেবে ফিলাডেলফি করিডোরের দাবি প্রত্যাহারের আশ্বাস দিয়েছে ইসরাইল। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি প্রতিনিধিরা সম্প্রতি মধ্যস্থতাকারীদের বলেছিলেন যে তারা এখনো সম্ভাব্য বন্দী বিনিময় চুক্তির দ্বিতীয় পর্যায়ে ফিলাডেলফি করিডোর থেকে আইডিএফের সম্পূর্ণ প্রত্যাহারকে সমর্থন করে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, সেখানে যেন অনির্দিষ্টকালের জন্য সামরিক উপস্থিতি বজায় রাখা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আরব কূটনীতিক টাইমস অফ ইসরাইলকে বলেছেন, নেতানিয়াহু সোমবার সংবাদ সম্মেলন করার আগেই মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া ইসরাইলের অবস্থান সম্পর্কে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিকে অবহিত করার জন্য জরুরিভাবে দোহায় যান।
মধ্যস্থতার সাথে জড়িত একটি সূত্র হারেৎজকে বলেছে, চূড়ান্ত মার্কিন প্রস্তাবে প্রথম ছয় সপ্তাহে ইসরাইলি বাহিনীকে কমিয়ে কেবল করিডোরে থাকার আহ্বান জানানো হবে। তারপরে দ্বিতীয় পর্যায়ে সেখান থেকেও প্রত্যাহার করা হবে। দৃশ্যত মার্কিন যুক্তরাষ্ট্রের জমা দেয়া কাঠামো অনুসারে এমনটিই বলা হয়েছে।
সূত্র : টাইমস অফ ইসরাইল