মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হওয়া মার্কিন বিমানবাহী রণতরী এবং এর সাথে থাকা ডেস্ট্রোয়ারগুলো ইতোমধ্যেই ওই অঞ্চলে পৌঁছে গেছে বলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্কিন স্ট্রাইক গ্রুপটিকে মধ্যপ্রাচ্যে দ্রুত রওনা হওয়ার নির্দেশ দিয়েছিলেন। মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নেয়।

ইউএসএস আব্রাহাম লিংকন আসার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর সংখ্যা দাঁড়াল ২-এ। আগে থেকেই সেখানে ইউএসএস থিওডোর রুজভেল্ট অবস্থান করছিল।

মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন সামরিক কমান্ড সামাজিক মাধ্যমে জানায়, এফ-৩৫সি এবং এফ/এ-১৮ ব্লক থ্রি ফাইটারসহ আব্রাহাম লিংকন মার্কিন সেন্ট্রাল কমান্ডের এখতিয়ারভুক্ত এলাকায় চলে এসেছে।

এতে আরো বলা হয়, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ৩-এর ফ্লাগশিপ ইউএসএস আব্রাহাম লিংকনের সাথে ডেস্ট্রোয়ার স্কয়াড্রোন ২১ এবং ক্যারিয়ার এয়ার উইং ৯-ও রয়েছে।

পেন্টাগন ১১ আগস্ট জানায়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন চলতি মাসের প্রথম দিকে লিংকনকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেন।

গত মাসের শেষ দিকে ইসরাইল দুটি বড় ধরনের হত্যা চালালে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বেড়ে যায়।
এর একটি হলো বৈরুতের দক্ষিণে শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা। এর পর তেহরানে হামাসের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়।

সূত্র : টাইমস অব ইসরাইল