যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনের রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে। তাতে তিনি আহত হলেও প্রাণে বেঁচে গেছেন। তিনি নিরাপদ আছেন। পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় শোভাযাত্রায় অংশ নেওয়া ট্রাম্পের এক সমর্থকের মৃত্যু হয়েছে। গুলিতে আরও দুই সমর্থক মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের অবস্থা আশংকাজনক। অন্যদিকে পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছিল এবং এটি ছিল একটি গুপ্তহত্যার প্রচেষ্টা। তবে হামলাকারীর পরিচয় জানা যায়নি। খবর বিবিসি ও সিএনএন এর।

খবর অনুসারে, শনিবার রাতে পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনা ঘটে। ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন ওই হামলাকারী। তাঁর হাতে একটি রাইফেল ছিলো। সেখান থেকে তিনি ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুঁড়েন।হামলার পরপরই তিনি মাটিতে পড়ে যান। এসময় তার মুখমণ্ডলে রক্ত দেখা গেছে।