পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও গাছের সাথে ধাক্কা লেগে চারজন নিহত ও তিনজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জু্লাই) ৯টার দিকে পাবনা ঈশ্বরদী মহাসড়কের কালিকাপুরের চিনিকল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বিজয় (২৩), শিশির (১৯) জিহাদ (২০) ও সিফাত (২০)।
আহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, ঈশ্বরদী থেকে বেপরোয়া গতির একটি প্রাইভেটকার পাবনার দিকে আসছিলো।
কারটি পাবনা-ঈশ্বরদী মহাসড়কের কালিকাপুর এলাকায় পাবনা চিনিকলের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ভেতরে থাকা তিনজন ঘটনাস্থলে এবং পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।

এদিকে খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ও ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।