বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ বাগেরহাট আলীয়া মাদ্রাসার মেধাবী ছাএী হাফেজা বুশরা আক্তার জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২২-২৩ ক্কেরাত -খ বিভাগে বহু প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে। হাফেজা বুশরার এ সাফল্যের জন্য বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি ওসমানী মিলনায়তনে মহামান্য রাষ্ট্রপতি মোঃসাহাবুদ্দিনের নিকট থেকে স্বর্ণ পদক পুরস্কার গ্রহন করবে। হাফেজা বুশরাকে সাথে নিয়ে তার পিতা-মাতা মহামান্য রাষ্ট্রপতির নিকট থেকে স্বর্ণ পদক পুরস্কার গ্রহনের জন্য ঢাকায় অবস্থান করছে। হাফেজা বুশরার পিতা প্রধান শিক্ষক এনামুল হক মুকুল এ তথ্য নিশ্চিত করেছে। হাফেজা বুশরা ৫ম শ্রেণীতে ট্যালেন্টপুলে মেধা বৃত্তি লাভ করে এবং আলীয়া মাদ্রাসায় ৮ম শ্রেণীতে অধ্যায়নকালে পবিএ আল-কুরআনের হাফেজা হয়। হাফেজা বুশরা বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলুকদিয়া গ্রামের কৃতি সন্তান। নওয়াপাড়া এম,এয়াকুব আলী মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক এনামুল হক মুকুল এবং রাবেয়া আক্তার হাফিজা বুশরার গর্বিত পিতা-মাতা। হাফেজা বুশরার বড় ভাই রাশেদুল হক বুনান ও ছোট ভাই মেহেদী হাসান মুন্না কুরআনের হাফেজ। তারা তিন ভাই-বোন এলাকায় কোরআনের পাখি হিসাবে সবার কাছে পরিচিত।