ইরান-সমর্থিত ইয়েমেনের হাউছি যোদ্ধাদের অবস্থানের ওপর হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এই প্রথমবারের মতো এই গ্রুপের সদস্যদের ওপর হামলা করা হলো। হাউছিরা এর প্রতিশোধ গ্রহণ করবে বলে জানিয়েছে।

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ওপর ইসরাইলের আক্রমণ বন্ধ করার দাবিতে লোহিত সাগরে ইসরাইলের সাথে সম্পর্কিত জাহাজগুলোর ওপর হামলা চালাচ্ছিল হাউছিরা।

হাউছি কর্মকর্তা আবদুল কাদের আল-মরতাদা এক্সে বলেন, ‘রাজধানী সানা, হোদেদা গভর্নেট, সাদা এবং ধামারের বিভিন্ন স্থানে ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান-জায়নবাদী-ব্রিটিশ আগ্রসন চালানো হয়েছে।’

এক মার্কিন কর্মকর্তা বলেছেন, বিমান, জাহাজ এবং সাবমেরিন থেকে আক্রমণ পরিচালনা করা হয়েছে।
ইয়েমেনের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করে হাউছিরা। হামাসের প্রতি সমর্থন প্রকাশ করতে তারা লোহিত সাগরের জাহাজ রুটকে টার্গেট করছে। তাদের আক্রমণে ইউরোপ ও এশিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ রুটটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই রুট দিয়ে বিশ্বের ১৫ ভাগ জাহাজ চলাচল করে।

মনে করা হচ্ছে, ২০১৬ সালের পর এই প্রথম ইয়েমেনে হাউছিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা চালানো হলো।

সূত্র : টাইমস অব ইসরাইল, আল জাজিরা