গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান এলাকা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে রোজ টেক ফুড এন্ড বেভারেজকে ১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ এপ্রিল) দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে।

র‌্যাব-১ এর সিনিয়র সহাকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব’র ভ্রাম্যমান দল দুপুরে মাজুখান এলাকার ‘রোজ টেক ফুড এন্ড বেভারেজ লি:’ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। ভ্রাম্যমান আদালতের বিচারক র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ অবৈধভাবে অস্থাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই, বিস্কুট তৈরি, নিবন্ধন সনদ বিহীন পণ্যের মোরকজাত, বৈধ ভেরিফিকেশন সদন বিহীন ওজন স্কেল এবং বিএসটিআই’র অ-অনুমোদিত থাকায় আদালত ১ লাখ টাকা জরিামান ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার প্রক্রিয়াধীন রয়েছে।