সিলেট ক্রিকেট স্টেডিয়াম থেকে
নারী এশিয়া কাপে আজ বাংলাদেশের কোন ম্যাচ ছিল না। তাই সিলেট ক্রিকেট স্টেডিয়ামে সকাল থেকে উত্তাপটা তেমন ছিল না। কিন্তু সকাল ৯টার পর পর যখন নিগার সুলতানার দল অনুশীলনের জন্য ইনডোরে পা রাখে সঙ্গে সঙ্গে চিত্র বদলে যায়। সকলের ফোকাস ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের দিকে।
তবে পাক নারী দল যে কাল বাংলাদেশকে ছেড়ে দেবে না, সেটা বোঝা গিয়েছে গ্রাউন্ড ২ এ মালেশিয়ান নারী ক্রিকেট দলের বিপক্ষে পাক নারী দলের ম্যাচের দৃশ্য দেখে। ৫৭ রানে অলআউট করেছে পাক নারী দল, ৬১ রান স্কোর বোর্ডে জমা করেছে। এই ম্যাচেই পাক দলের নারী বোলাররা তাদের কারিশমা দেখিয়েছে।
এর সঙ্গে আরো একটি বিষয় আলোচ্য, সেটা হলো টি২০ ফর্মেটে বাংলাদেশ এ পর্যন্ত ১৫টি ম্যাচ খেলেছে পাক নারী দলের বিপক্ষে। তাতে বাংলাদেশের নামের পাশে জয় মাত্র ১টি!
এই ১টি জয়ের কতা স্মরণ করিয়ে দিতেই বাংলাদেশ দলের নারী সদস্য রুমা আহমেদ বললেন, আমার নতুন করে সব শুরু করেছি। ভাল কিছু করব আশা করছি।’ আজ দুপুর ১২টায় বাংলাদেশ নারী ক্রিকেট দল অনুশীল শেষ করার পর দলের পক্ষথেকে রুমা আহমেদ মিডিয়ার সঙ্গে কথা বললেন। তাঁকে প্রশ্ন করা হয়, পাকিস্তান শক্তিশলী দল তাদের নিয়ে পরিকল্পনা কি? জবাবটা রুমানা তার অধিনায়ক নিগারের মতোই দিলেন। তিনি বলেন, পাকিস্তান নিয়ে আমাদের আলাদা কোন পরিকল্পনা নেই। আমরা যেভাবে খেলে যাচ্ছি, সেভাবেই খেলব।’ কিন্তু পাকিস্তান তো স্পিনে বরাবরই ভাল খেলে, আর আপনাদের মুল ভরসা তো সেই স্পিনেই? জবাবে রুমা বলেন, ‘আমাদের স্পিন নিয়ে আমরা আশাবাদী। পাকিস্তান স্পিনে ভাল খেলে এটা জানি। এ নিয়ে আমরা ভাবছি না।’