সততা ভিশন বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি সময়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান জসিম উদ্দিন দুলালের নেতৃত্বে ইপিজেড থেকে উখিয়া-টেকনাফ নো ম্যান্স এরিয়ার পালংখালী-আঞ্জুমান পাড়ায় রোহিঙ্গা শরনার্থীদের মাঝে ত্রান, খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয় । এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান জসিম উদ্দিন দুলাল বলেন, মানবতার কল্যাণে সততা ভিশন বাংলাদেশ ফাউন্ডেশনের কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে। এতে উপস্থিত ছিলেন, সততা ভিশন বাংলাদেশ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লোকমান হোসেন,অর্থ সম্পাদক মোঃ ছগির আকন, বাবুল হোসেন বাবলা, এস কে সাগর, মোঃ কবির হোসাইন,মোঃ হোসেন মিন্টু, মোঃ আব্দুল লতিফ রানা,মোঃ হাসান,মোঃ ইয়াছিনসহ ফাউন্ডেশনের সদস্য ও নারীনেতৃবৃন্দ।
ত্রান বিতরণ কালে ফাউন্ডেশনের চেয়ারম্যান জসিম উদ্দিন দুলাল বলেন, মিয়ানমারে নির্যাতনের শিকার পালিয়ে আসা রোহিঙ্গারা মানবেতর জীবন যাপন করছে। খোলা আকাশের নিচে তাদের বসবাস। পর্যাপ্ত খাদ্য,বিশুদ্ধ পানি,ঔষধ ,শৌঁচাগার ও সাময়িক বিদ্যুৎ ব্যবস্থা এখানে নেই । রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে সততা ভিশন বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সরকারি সহযোগিতার পাশাপাশি বেসরকারি বিভিন্ন সামাজিক সংগঠন গুলোকেও আহ্বান জানান। এবং এ সংকট নিরশনে তিনি বলেন,দেশবাসীকে এক্যবদ্ধ হয়ে আর্ন্তজাতিক ভাবে মিয়ানমার সরকারের উপর চাপ প্রয়োগের করতে হবে।