bnp1

রাজধানীর মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে এই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ওই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ৬৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।আদালত সূত্র জানায়, গত বছর ফেব্র“য়ারি মাসে মামলাটি করা হয়।

এর আগে মঙ্গলবার আরেক মামলায় সেলিমা রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম। পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে করা এই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

সূত্র বলেছে,২০১৫ সালের ১৭ ফেব্র“য়ারি মুগদা এলাকায় পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মুগদা থানার পুলিশ ওই মামলা করে। গত বছর ৮ জুলাই মুগদা থানার পুলিশ ৩১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।গতবছরের টানা অবরোধ-হরতালের মধ্যে দায়ের করা এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার এক নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের জজ কামরুল হোসেন মোল্লা বুধবার পরোয়ানা জারির এ আদেশ দেন।

যে ৬৭ জনের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ হয়েছে, তাদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল,একান্ত সচিব অ্যাডভোকেট শামসুজ্জামান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, মহিলা দলের নেত্রী শিরিন সুলতানা ও কাইয়ুম কমিশনারও রয়েছেন।আসামিদের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ২০১৫ সালের ১৭ ফেব্র“য়ারি ঢাকার মুগদা থানায় এই মামলা করে পুলিশ।এরপর ওই বছর ৮ জুলাই ৯৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।বিএনপি নেতা এম কে আনোয়ার ও মকবুল আকন্দ বুধবার আদালতে উপস্থিত হয়ে এ মামলায় জামিন নিয়েছেন বলে সানাউল্লাহ মিয়া জানান।এ নিয়ে পরপর দুই দিন দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো বিএনপিনেত্রী সেলিমা রহমানের বিরুদ্ধে।আগের দিন মঙ্গলবার আরেকটি মামলায় সেলিমাসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মহানগর হাকিম খোরদেশ আলম।