দৈনিকবার্তা-খাগড়াছড়ি, ৮ সেপ্টেম্বর ২০১৫: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: জাবেদ আলী নির্ভুল, স্বচ্ছ ও সবার কাছে গ্রহণযোগ্য একটি ভোটার তালিকা তৈরী করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেছেন, এবার ১৫-১৭ বছর বয়সী নাগরিকদের ভোটার তালিকায় নাম নিবন্ধন করা হলেও বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে এরা কেউ ভোটার হবে না। এ নিয়ে কোন সন্দেহের কারণ নেই।
সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৫ সংক্রান্ত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি খাগড়াছড়ি জেলা নির্বাচনী তথ্য সার্ভার স্টেশন উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মো: মজিদ আলীসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।