Brazil_vs_Argentina_bg_365569142

দৈনিকবার্তা-ঢাকা, ২২ জুলাই ২০১৫: যুক্তরাষ্ট্রে এ বছরের সেপ্টেম্বরে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের একটি ম্যাচ হওয়া কথা ছিল। তবে সম্প্রতি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার দুর্নীতি কেলেঙ্কারির জন্য ম্যাচটি বাতিল করতে হয়েছে।আর্জেন্টিনা জাতীয় দলের সহযোগী প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানান, আর্জেন্টাইন দু’জন ব্যাবসায়ী আছেন যারা এ ম্যাচের অর্থ যোগান দিত। তবে যুক্তরাষ্ট্রের আদালতের দ্বারা দুর্নীতির অভিযোগে বর্তমানে তারা আর্জেন্টিনায় গৃহবন্দি অবস্থায় আছেন।যুক্তরাষ্ট্রের আদালাত সম্প্রতি তদন্ত করে ঘুস কেলেঙ্কারির ঘটনা জানান দেয়।যেখানে আর্জেন্টাইন ব্যাবসায়ী সহ ১৪ জন স্পোর্টস মার্কেটিংয়ের ওপর অভিযোগ আনে।সান ফ্রানসিসকোতে আগামী ০৫ সেপ্টেম্বর ম্যাচটি হওয়ার কথা ছিল। এ ম্যাচে আন্তর্জাতিক অঙ্গনে বার্সেলোনার তারকা লিওনেল মেসি ও নেইমার একে অপরের বিপক্ষে খেলার সম্ভাবনা ছিল।গত মৌসুমে বার্সার ট্রেবল জয়ে মেসি ও নেইমার রেখেছিলেন অন্যবদ্য ভূমিকা। সেই সঙ্গে অসাধারণ খেলেছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজও।